বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

দাগনভূঞায় মালবাহী ট্রাক উল্টে গৃহকর্মীর মৃত্যু এক শিশু আহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৯
ছবি যাযাদি

ফেনীর দাগনভূঁইয়া মাতুভূঞা ব্রিজ সংলগ্ন বিকল হয়ে যাওয়া মালবাহী ট্রাকের নিচে পড়ে রুমা আক্তার (৩৫) নামে এক গৃহকর্মীর ঘটনাস্থলে মৃত্যু। অপরদিকে গৃহকর্মীর সাথে থাকা তিন বছরের শিশু সন্তান রাহি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়, একটি ট্রাক গতকাল বুধবার রাতে চাকা বিকল হলে তা হাইড্রোলিক জগের উপর রাখা হয়। বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুই ঘটিকার সময় গৃহকর্মী রুমা আক্তার তার শিশু সন্তানকে সাথে নিয়ে ছাগল বাঁধতে সড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ধানের বস্তা ভর্তি ট্রাক উল্টে পড়ে। এতে বস্তার নিছে পড়ে যান তিনি। পরে বস্তা ভর্তি ধানের নিচে পড়ে যাওয়া রুমা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নিহত রুমা আক্তার শিশু সন্তানকে বাঁচাতে জোরে ধাক্কা দিয়ে দুরে ফেললে সে প্রানে রক্ষা পেলেও মাথায় আঘাত প্রাপ্ত হয়। চার সন্তানের জননীর মৃত্যুতে সন্তান ও স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। নিহত রুমা আক্তারের স্বামী রফিকুল ইসলাম জুতা সেলাইয়ের কাজ করেন। তিনি দাগনভূঁঞা ৭ নং মাতুভূঁঞা ইউনিয়ন আশ্রাফপুর গ্রামের গাইন বাড়ির বাসিন্দা।

বন্যায় আক্রান্ত গরীব অসহায় হতদরিদ্র এই পরিবার পাশাপাশি এমন বিপদকালীন সংকটময় পরিস্থিতিতে সবার সাহায্য সহযোগীতা করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে পুলিশের এস আই মো. শিপন আলী জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়েছি। পরিবারের সন্মতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে