রূপগঞ্জে ইউএনও সাইফুল ইসলামকে শিক্ষকদের শুভেচ্ছা 

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবাগত ইউএনও সাইফুল ইসলামকে শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ তাকে ফুলের শুভেচ্ছা দেন। ৎ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুভেচ্ছা পূর্বক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আশরাফুল আলম সিদ্দিকী,  উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মালুম, মুড়াপাড়া সরকারি  পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, কাজী আব্দুল হামিদ হাই স্কুলের প্রধান শিক্ষক  গোলাম আহসান হাবীব, আব্দুল হক ভূইয়া ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খান, কামসাইর ইমান ভূইয়া ক্রিয়েটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নওয়াব ভূইয়া,গন্ধর্বপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস,  সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নাজমুল হাসান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন মোল্লা, নাওড়া হাজী ইয়াদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস, কাজী মহিউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির, মাঝিনা মৌজা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষার্থীদের ভালোভাবে বুঝিয়ে পাঠদান করাতে হবে। শিক্ষার্থীদের মন অনেক নরম, ওরা ছোট মানুষ, ওরা অবুঝ, ওদের আদর করে পড়াতে হবে। তাহলেই শিক্ষার্থীরা পড়া-লেখায় ভালো করবে।

যাযাদি/ এসএম