বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে সেনাজোনের ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ''সম্প্রীতি ও উন্নয়ন" প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ নানিয়ারচর পুরাতন বাজার এলাকায় বন্যা কবলিত পানিবন্দি গরীব ও অসহায় পরিবারসমূহে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে পানিবন্দি বাঙ্গালী ও পাহাড়ি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী (চিড়া, আটা, গুড়, মুড়ি এবং মোমবাতি) প্রদান করা হয়।  

বিতরণকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পি.এস.সি)জানান, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।

অন‍্যদিকে বন‍্যাকবলিত অসহায় মানুষ জানান, সেনাজোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয়  জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সাধুবাদ জানাচ্ছি।

যাযাদি/ এসএম