মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মধুপুরের শিক্ষার্থী আবু বকর হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯
মধুপুরের শিক্ষার্থী আবু বকর হত্যা মামলার পুনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
ছবি : যায়যায়দিন

টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ২০১০ সালে ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় মেধাবী শিক্ষার্থী আবু বকর নিহতের ঘটনায় প্রায় একযুগ পর এর প্রতিবাদে পুনঃতদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র জনতা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মধুপুর বাসস্টান্ডের আনারস চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মধুপুরের গোরাবাড়ি শহীদ আবু বকর স্মৃতি সংসদ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর মধুপুর উপজেলার গোলাবাড়ি এলাকার দরিদ্র কৃষক রুস্তম আলীর ছেলে।

আবু বকর সিদ্দিক ২০১০ সালের ২ ফেব্রুয়ারি স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের সময় নিজ কক্ষে মাথায় গুলি লেগে আহত হয়। দীর্ঘ ২৪ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ ফেব্রæয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।

মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, আবু বকর সিদ্দিকের পিতা রুস্তম আলী, বড় ভাই আব্বাস আলী, ছোট ভাই ওমর ফারুক, আবু বকরের বন্ধু শফিকুল ইসলাম শুভ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো. জুবায়ের, এস.এম সবুজ, একরামুল হক, নাসির উদ্দিন মিলন প্রমুখ।

বক্তারা, মামলা সুষ্ঠু তদন্ত করে রায় বাতিলের মাধ্যমে পুন: বিচারের করে দাবি জানান। মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র জনতা অংশ নেয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে