মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

আন্তঃনগরের যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন-মিছিল, যোগাযোগ বন্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৩
ছবি যাযাদি

ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে দাঁড় করিয়ে রেখে আন্ত:নগর সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও মিছিল করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথেের শ্রীপুর স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় এ লাইনে প্রায় আড়াই ঘন্টা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ওই গাড়িতে থাকা কয়েক হাজার যাত্রী। পরে রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলনের সমাপ্তি হলে দুপুর ১টার দিকে রেল থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জুবায়ের আহমেদ বলেন,' অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই উপজেলায় একাধিক কারখানা ও প্রতিষ্ঠান রয়েছে। দুর দুরান্ত থেকে সহজ যাতায়াতের জন্য এ স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির কোনো বিকল্প নেই। অথচ বহু বছর ধরে দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষের সাড়া পাওয়া যায়নি। তাই আজকের মানববন্ধনে অংশ নিয়ে সব শ্রেণি পেশার মানুষ এখন বিক্ষোভ মিছিল করছেন।'

মানববন্ধনে অংশ নেয়া শ্রীপুর বাজারের ব্যবসায়ী তপন বনিক বলেন,'বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার আবেদন করলেও কোনো আশার আলো পাইনি। প্রতিদিন ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঢাকা আসা-যাওয়া করে। তাই আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি এখন সময়ের দাবী।'

বাজারের আরেক ব্যবসায়ী আমানউল্লাহ কবিরাজ বলেন, অঞ্চলটি শিল্প নগরে পরিনত হওয়ায় দিনদিন যাত্রীর সংখ্যা বাড়ছে। এছাড়াও আমরা ব্যবসায়ীরা জরুরি কাজে ঢাকায় আসাযাওয়া করতে হয়। আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির জন্য স্টেশনটি উপযুক্ত বিধায় দীর্ঘ ধরেই উর্ধতন কর্মকর্তাদের কাছে দাবী জানিয়ে আসছি। কিন্তু তারা আমাদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ায় ট্রেন আটকে মানববন্ধন করতে হচ্ছে। আজকে যেহেতু কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন তাই শেষ বারের মতো আন্দোলন থেকে ফিরে এসেছি।'

মানববন্ধনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমেদ বলেন' রেললাইন চালুর পর থেকেই এ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রা বিরতি। অথচ গুরুত্বের দিক বিবেচনা করলে স্টেশনটিতে কমপক্ষে ২টি আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি দরকার। কর্তৃপক্ষের উচিৎ বিষয়টি ভাবা।'

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান যায়যায়দিনকে বলেন,'আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন শুরু করে সাধারণ জনতা। পরে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে স্টেশনে পৌঁছলে সেটি আটকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি। বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিলে দুপুর ১টার দিকে তারা রেললাইন থেকে চলে যান। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে,১১টা থেকে ১টার মধ্যে আর কোনো ট্রেন না থাকায় কোনো বিট পড়েনি।'

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে