মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

দেবীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২০
ছবি যাযাদি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তুরাব হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ূন কাদের প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও মাসকালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১২০ জন কৃষকের মাঝে প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে