মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার, সন্তান নিয়ে উধাও স্বামী 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২
ছবি : যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে তামান্না আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ,পরকীয়ার জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করে দেড় বছরের কন্যা শিশু নিয়ে পালিয়ে যায় স্বামী।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তামান্না আক্তার(২০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

নিহতের স্বামী সামিউল ইসলাম (২৮) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার শিমুলতলা গ্রামের শাহজাহানের ছেলে। তিনি শ্রীপুরের স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকের কাজ করতেন।

নিহতের বোন তাহেরা খাতুন জানান, ‘বেশ কিছুদিন ধরে বোন জামাই অন্য এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। এ নিয়ে প্রায় সময় তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হতো। গতকাল আপা আমাকে ফোন দিয়ে তাদের বাসায় আসতে বলে। এরপর আমি আপার বাসায় আসি। আসার পর আমার আপা আমাকে দুলাভাইয়ের বিষয়ে বিচার দেয়। এক মেয়ের সঙ্গে দুলাভাইয়ের ছবি। এরপর আপা আমাকে মোবাইল ফোনে থাকা দুলাভাইয়ের সঙ্গে অন্য মেয়ের ছবি দেখায়। এরপর আমার সামনেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।’

তাহেরা আরও বলেন, ‘সেসময় দুলাভাই বারবার আপাকে খুন করবে বলে হুমকি ধামকি দেয়। রাত ৮টার দিকে দুজন না খেয়ে শুয়ে পড়লে আমি নিজের বাসায় চলে আসি। এরপর আমি আজ ডিউটি শেষ করে দুপুরের দিকে আপার বাসায় গিয়ে দেখি মেঝেতে আপার মরদেহ পড়ে রয়েছে। দুলাভাই ও দেড় বছর বয়সী শিশুকন্যা জান্নাতকে খোঁজে পাইনি। পরে দুলাভাইয়ের মোবাইলে কল দিয়ে তা বন্ধ পাই। দুলাভাইয়ের গতকালের হুমকি সঙ্গে মিলে গেছে। আপাকে শ্বাসরুদ্ধ করে শিশুকন্যা নিয়ে পালিয়ে গেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান। '

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে