মনপুরায় কাপড় সেলাইকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮
ভোলার মনপুরায় কাপড় সেলাইকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় হামলার শিকার হওয়া উপজেলার হাজীর হাট বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে মনপুরা থানায় অভিযোগ করেন। এতে একই বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ মনির ও তার সঙ্গীয় আলমগীরসহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ করা হয়।
রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় আহত কাপড় ব্যবসায়ী জামাল বাদী হয়ে মনপুরা থানায় এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীর বাজারের সদর রোডের হোটেল ব্যবসায়ী মোঃ মনির (৩৫) ০৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একই বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ জামালের (৫০) দোকানে এসে কাপড় খরিদ করে সেলাই করতে দিয়ে যায়। ডেলিভারির তারিখ ১১ সেপ্টেম্বর দেয়া থাকলেও অভিযুক্ত মনির ৭ সেপ্টেম্বর রাত ১১ টায় জামালের দোকানে এসে জামা কাপড় নিতে চায়। ডেলিভারি তারিখ ১১ সেপ্টেম্বর হওয়ায় জামাল জামা কাপড় দিতে অপারগতা প্রকাশ করে। এতে হোটেল ব্যবসায়ি মনির কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামালের দিকে মারধরের জন্য তেড়ে আসে। এসময় পার্শবর্তি ব্যবসায়ী ও পথচারিরা মনিরকে বাধা দিয়ে সরিয়ে দেয়। পরে ক্ষুব্দ হয়ে মনির ও তার সঙ্গীয় আলমগীরসহ ১০/১২ জনকে নিয়ে কাপড় ব্যবসায়ী জামালের উপর হামলা চালায়। এসময় তারা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জামালকে মারধর করে জখম করে। এবং জামালের পকেটে থাকা ৪৯,৩০০ (উনপঞ্চাশ হাজার তিন শত) টাকা ছিনিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে জামালের ভাই আব্দুর রহমান ও কর্মচারি কাদেরকেও তারা মারধর করে। এবং এবিষয়ে বারাবারি করলে পরবর্তিতে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় তারা।
এব্যাপারে অভিযুক্ত হোটেল ব্যবসায়ি মনিরের বক্তব্য জানতে ফোন দেয়া হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, কাপড় ব্যবসায়িকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
যাযাদি/এসএস