মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩
ভোলার মনপুরার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, মরদেহটি ৪ দিন পূর্বে নিখোঁজ হওয়া বোরহানউদ্দিন উপজেলার এক জেলের লাশ বলে ধারনা করছেন তার পরিবার ও স্থানীয়রা।
এবিষয়ে মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।
যাযাদি/ এসএম