বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

লালমোহনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪
ছবি: যায়যায়দিন

ভোলার লালমোহন উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের হাফিজ উদ্দিন অ্যাভিনিউতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো: সিরাজুল ইসলাম।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আলী আজগর মাহমুদের সঞ্চালনায় গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা মো: মোসেলহ উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে