পালিয়ে গেছে সবাই,পড়ে ছিল নিথর লাশ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নাটোরের গুরুদাসপুরে গৃহবধুর লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী,শশুড়-শাশুড়ীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

শনিবার সন্ধায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদোমা গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নব বেগম (৩০) নামের ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছেন। জয়নব বেগম পাশ্ববর্তী সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের মোঃ জয়নাল শেখের মেয়ে। 


জানা যায়, প্রায় দশ বছর পূর্বে হরদোমা গ্রামের মোঃ আজাদের ছেলে সাদ্দামের সাথে জয়নব বেগমের বিবাহ হয়। 

বিয়ের দশ বছরেও তাদের ঘরে কোন সন্তান নেই। বাড়িতে জয়নব বেগমের স্বামী, শশুড়-শাশুড়ি, দেবরসহ ৭-৮ জন বসবাস করতেন। শনিবার বিকেলে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখেন গৃহবধু জয়নবের মরদেহ মাটিতে পরে আছে। বাড়িতে থাকা মানুষজন ও গরু-ছাগল কিছু নেই। শুধু পরেছিলো গৃহবধুর মরদেহ।  পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 
তবে গৃহবধু জয়নব বেগমের বাবা জয়নাল শেখের দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি তার মেয়ে হত্যাকারীদের বিচার চান। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জল হোসেন বলেন,‘মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এস