সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সালাউদ্দিনের উপর হামলা করায় কদমতলী থানায় মামলা

যাযাদি ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০
ছবি : যায়যায়দিন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে শারীরীকভাবে আক্রমন করে মারাত্মকভাবে জখম করায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার ছেলে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন। রবীন ওই নির্বাচনে সালাউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন।

গত বৃহস্পতিবার কদমতলী থানায় এই মামলা করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামীরা হলেন-কদমতলী থানার আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম তাজু, সিরাজুল ইসলাম সিরাজ, ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক এমপি সানজিদা খানম, আবু হোসেন বাবলার ভাগিনা মাসুকুর রহমান মাসুক, ছাত্রলীগ নেতা পিংকু রানা, মামুন, আওয়ামী লীগ নেতা আজিজ ওরফে টাকলা আজিজ, জুয়েল, অভি রহমান, আদম আলী, মো: শুক্কুর, লিপি, মাইনুল ইসলাম, সোলেমান, ফিরোজ, মানিক, পিন্টু, বিল্লাল, রাসেল আহমেদ রিংকু, চান মিয়া, আওলাদ হোসেন, আজিজ, সুমন, সুইম, আফজাল, নয়ন, নবুজ, হানিফ, ফরহাদসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে