রূপগঞ্জে আইএফআইসি ব্যাংক ও এল আর গ্রুপের চেয়ারম্যানকে গণসংবর্ধনা
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩০

স্বৈরাচার সরকারের নির্যাতন ও মামলার শিকার হয়ে দেশত্যাগের পর দীর্ঘ ১০ বছর পর আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এল আর গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল তার নিজ এলাকায় ফিরে আসায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খালপাড় এলাকায় তার নিজ বাসভবনে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধানসহ বিভিন্ন শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষকসহ রূপগঞ্জের সর্বস্তরের জনগণ তাকে ফুল ও সম্মাননা দিয়ে এ গণসংবর্ধনা দেয়। তিনি রূপগঞ্জে ফিরে আসায় রূপগঞ্জের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এসময় লুৎফর রহমান বাদল বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রূপগঞ্জের মানুষের কাছে যারা আমাকে সব সময় সাহস যুগিয়েছেন, তবে আমি কোন রাজনৈতিক পরিচয়ে আসিনি আমি বিগত সময়ে রূপগঞ্জের মানুষের সেবা করে গেছি সামনেও আমার ব্যক্তিগতভাবে রূপগঞ্জের মানুষের সেবা করে যাবো। আমি রূপগঞ্জের সন্তান হিসেবে আমার কাছে আপনাদের অনেক অধিকার রয়েছে, রূপগঞ্জের উন্নয়নে যা যা করা দরকার আমি ইন শা আল্লাহ করে যাব।
তিনি আরো বলেন, আপনারা জানেন আমি ক্রিকেটের লোক আমি প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটকে একটি রূপ দিয়েছি। আমার একটি টিম লিজেন্ড অব রূপগঞ্জ নাম হয়েছে যেটা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। সচিন টেন্ডুলকার আমার বন্ধু সে রূপগঞ্জে এসে উদ্বোধন করছেন এবং আবারো তিনি রূপগঞ্জে আসবেন।
যাযাদি/ এসএম