ভোলায় শহীদি মার্চ কর্মসূচি পালিত

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২

স্টাফ রিপোর্টার, ভোলা
ছবি : যায়যায়দিন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শহীদদের স্মরণে ভোলায় শহীদি মার্চ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী  আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বিকেলে  ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ইলিশা বাস স্ট্যান্ড এলাকা একে একে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শহীদদের স্মরণে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কালিনাথ রায়ের বাজার, সদর রোড, বাংলাস্কুল মোড় ও নতুন বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টান্তমূলকত শাস্তির দাবী করেন। এবং শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরে এনে এই বিচার কাজ সম্পূন্ন করার জন্য অন্তর্বতীকালিন সরকারের কাছে অনুরোধ করেন।

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক ইসরাফিল হোসেন জাবির, তাহিয়াত ইসলাম, মো: মাসুম ও কামরুল নাহার এ্যানিসহ প্রমূখরা।

যাযাদি/ এম