মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

দামুড়হুদায় রূপার গহনা আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১
ছবি: যায়যায়দিন

দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তবর্তী কিতাব মল্লিকের (৬০) বাড়ির টিউবওয়েলের পানির ড্রেন থেকে ১০ কেজি তৈরিকৃত ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। কিতাব মল্লিক উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের সরদারপাড়ার বাসিন্দা তিতাব মল্লিকের ছেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুন্সিপুর কোম্পানীর সদস্যরা চোরাচালান বিরোধী এক অভিযান চালায়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, (পিএসসি) রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার শ্রী তাপস কুমার ঘোষ গোপনসূত্রে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার বিকেল ৫ টার দিকে কিতাব মল্লিকের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কিতাব মল্লিক বসতবাড়ীর পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা তার বসতবাড়ীতে বিদ্যমান টিউবওয়েলের পানির ড্রেনের মধ্য হতে ডুবান্ত অবস্থায় স্কচটেপ দ্বারা মোড়ানো ০৮টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে ১০ কেজি তৈরিকৃত ভারতীয় রুপার গহনা আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার ঘোষ বাদী হয়ে পলাতক আসামী কিতাব মল্লিক এর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করতঃ আটককৃত ভারতীয় রুপার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে