ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদারকে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায়, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে মানববন্ধন করেছেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্যরা।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সকালে অনলাইন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় কাঁঠালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের দুর্নীতির বিষয় সংবাদ প্রকাশ করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি বাদল হাওলাদার। সংবাদ প্রকাশ হওয়ার কিছুক্ষণের মধ্যে যুব উন্নয়ন কর্মকর্তা তার ব্যবহারিক মোবাইল নাম্বার দিয়ে বাদল হাওলাদারকে ফোন করে প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হুমকি দেয়।
এ বিষয়ে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. বদল হাওলাদার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম কর্তৃক কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতিকে প্রাণনাশের এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকির প্রতিবাদে ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে মানববন্ধন করেছেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্যরা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজীব তালুকদার, সদস্য মাহফুজুর রহমান গাজী, সদস্য এম এ আজিজ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
যাযাদি/ এম