পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন এর বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন পদে চাকুরিতে আবেদনকারীদের নিকট থেকে চাকুরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কয়েকশত শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধন থেকে চাকুরি না পাওয়া ভুক্তভোগীদের অর্থ ফেরত ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনের দাবি জানান বক্তারা।
যাযাদি/ এম