মির্জাগঞ্জে ছাত্র আন্দোলন ও বন্যায় মৃত্যুবরণকারীদের স্মরণে মিলাদ ও দোয়া
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৯
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও বন্যায় মৃত্যুবরণকারীদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট্য সমাজসেবক বেগম সুরাইয়া আক্তার চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোঃ মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফিরোজ আলম গোলদার, শ্রমিকদলের সভাপতি মোঃ নাসির উদ্দীন হাওলাদার, যুবদলের আহবায়ক মোঃ গাজী রাসেদ সামস্, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম খন্দকার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহীন চৌধুরী, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইসয়ামিন প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।
যাযাদি/ এসএম