মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

আত্রাইয়ে কলাগাছের সাথে এ কেমন শত্রুতা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৪
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ে গাছের সাথে শত্রুতা করে প্রায় ২০০টি কলাগাছে কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জানা যায়, উপজেলার মধুগুড়নই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে হাবিবুর রহমান মাঠে একটি কলা বাগান করেন। ওই বাগানে প্রায় ২৫০টি কলা গাছ রোপন করেন।

গাছগুলো সবেমাত্র বড় হয়ে উঠলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন গত শনিবার দিবাগত রাতে তার বাগানের প্রায় ২০০টি কলা গাছ কেটে ফেলে।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে তিনি বাগানে গিয়ে কর্তনকৃত কলা গাছ দেখে কিংকর্তব্যবিমুঢ় হয়ে যান। পরে রোববার হাবিবুর রহমান এ ব্যাপারে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

আত্রাই থানার ওসি মোঃ জহুরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি অনুসন্ধান করা হচ্ছে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। লোক চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে