পটুয়াখালীর মির্জাগঞ্জে রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাতটায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় দলটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত আকারে পালন করেছে। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ৬ দিনের কর্মসূচি কমিয়ে শুধু অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের সাহায্যার্থে লক্ষাধিক টাকার তহবিল সংগ্রহ ও সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠান।
যাযাদি/এসএস