শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

নিহত গার্মেন্টেস কর্মীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ৩১ আগস্ট ২০২৪, ১১:৩৯
ছবি : যায়যায়দিন

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টেস কর্মী রাসেলের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কসব-ভোলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব নিহতের বাবা পিন্টুর হাতে আর্থিক সহায়তা বাবদ নগদ এক লাখ টাকা তুলে দেন। এর আগে গত ১২ আগষ্ট নিহত রাসেলের পরিবারকে নগদ ১ লক্ষ প্রদান করা হয়। শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এসময় মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা (পূর্ব) যুব বিভাগের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ- সেক্রেটারি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাকিব, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, কসব ইউনিয়ন জামায়াতের সভাপতি আতাউল হক মাষ্টার এবং সেক্রেটারি আনোয়ার হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত রাসেল নওগাঁর মান্দা উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের মো. পিন্টু রহমানের ছেলে। অভাবের তাড়নায় নারায়ণগঞ্জ এলাকায় মোয়াজ্জেম নামের এক ব্যক্তির রেডিমেড পোশাক তৈরীর গার্মেন্টস এ কাজ করতেন রাসেল। গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ ডিআইটি রোড এলাকায় কোটা আন্দোলন দেখতে গেলে রাসেল গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্থানীয় দুজন ছেলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে