শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

কালিয়াকৈরে ওষুধ কারখানার শ্রমিকদের কর্মবিরতি, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  ৩১ আগস্ট ২০২৪, ১০:৪২
আপডেট  : ৩১ আগস্ট ২০২৪, ১০:৪৪
ছবি : যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন স্কয়ার ফার্মাসিটিক্যাল ওষুধ কারখানার শ্রমিকেরা।

শনিবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ ও কারখানার সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ সময় আন্দোলনকারী শ্রমিকরা স্কয়ার ফার্মাসিটিক্যাল এর উচ্চপদস্থ কিছু কর্মকর্তার পদত্যাগ ও সপ্তাহে দুইদিন ছুটি, কর্মস্থলে ১০ বছর চাকরিকাল হলে কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. ইমরান আহম্মেদ বলেন, সকালে স্কয়ার ফার্মাসিটিক্যাল ঔষধ কারখানার শ্রমিকেরা। তাদের দাবি আদায়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় ৪৫ মিনিট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে