শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

লাখাইয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হাওরে বৃক্ষরোপণ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ৩০ আগস্ট ২০২৪, ২০:০৭
ছবি : যায়যায়দিন

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হবিগঞ্জের লাখাইয়ে হাওর রক্ষায় আমরাও এবং খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছ সহ ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) লাখাই উপজেলার বুল্লাবাজার সংলগ্ন মধ্যসিংহগ্রাম সড়কে ও আলালপুর কবরস্থান এলাকায় এই কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানো হয়।

এর আগে পরিবেশ সংগঠক, কবি তাহমিনা বেগম গিনি'র সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগন জীবের জীবন ধারনে গাছ বিশুদ্ধ বাতাসের উপস্থিতি নিশ্চিত করে উল্লেখ করে বলেন, সবুজায়ন আমাদের প্রাণীকুল, সামাজিক সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করে , এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা এছাড়াও গাছ ভাঙ্গন রোধ করে, ঝড়-ঝঞ্ঝা থেকে আমাদের বাঁচায়, সর্বোপরি একটি গাছকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বাস্তুতন্ত্র।

আলোচনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল, সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল,ব্যাকস সভাপতি আশিক আহমেদ রাজিব, প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ।

কর্মসুচিতে অংশ গ্রহন করেন পরিবেশ সংগঠক ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: বাহার উদ্দিন , ডাঃ ফরাসউদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাজী মহসিন সাদেক, গাছ মামা হিসেবে পরিচিত মো: রায়হান মিয়া,পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই যুব ফোরামের আহবায়ক আকিব শাহরিয়ার, শিক্ষক কামাল উদ্দিন আহমেদ,হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ,ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, দৌলত রবিদাস, সুভাস রবিদাস, কামাল রবিদাস প্রমুখ।

গাছ রোপণে উৎসাহ প্রদানকারী সংস্থা জব ফর হিউম্যান রিসোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে দেড় শতাধিক ফলদ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে এ কর্মসূচিতে।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও এতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাছ মামা হিসেবে পরিচিত মোঃ রায়হান মিয়া ও লাখাই উপজেলার মহিউদ্দিন আহমদ রিপনকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর 'সবুজ সাথী ' সম্মাননা প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে