মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ভোলায় গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়া ও গোপন বন্দিশালা বন্ধের দাবিতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার ভোলা
  ৩০ আগস্ট ২০২৪, ১৭:০৬
ছবি : যায়যায়দিন

গুম হয়ে যাওয়ায় ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া ও আয়নাঘরসহ সকল গোপন বন্দীশালা বন্ধের দাবিতে মানববন্ধন ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে। মায়ের ডাক ও অধিকারের ব্যানারে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক দিবস উপলক্ষে শুক্রবার সকালে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামেন প্রায় ঘণ্টাব্যাপী সমাবেশ, মানববন্ধন ও র‌্যালিসহ এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তারা বলেন, বিগত বছরগুলোতে যারা গুমের শিকার হয়েছে তাদের অতি দ্রুত মুক্তি দিতে হবে। আয়নাঘরসহ যেসকল গোপন বন্দীশালা রয়েছে বাংলাদেশে সেগুলোকে অতি দ্রুত বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের আর কোন আয়নাঘর বা গোপন বন্দীশালায় মানুষকে আটকে রাখা চলবে না। কোন ব্যক্তিতে প্রশাসন যেকোন স্থান থেকে আটক করলে তার পরিবারকে সাথে সাথে জানাতে হবে। এছাড়াও গুম হত্যার সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেয়া চলবে না। এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

এসময় বক্তব্য রাখেন, অধিকারের ভোলা জেলা সমন্বয়ক মো: আফজাল হোসেন, সদস্য নূরনবী রুবেল, রাকিব হোসেন ও ঢাকায় গুম হওয়ায় ভোলার বাপ্তার হারুন অর রশিদের ছেলে মো: আরিফ প্রমূখ।যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে