মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জনপ্রতিনিধি-আ‘লীগ নেতা শূন্য

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২৮ আগস্ট ২০২৪, ২০:২৫
ছবি : যায়যায়দিন

দামুড়হুদা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮আগস্ট) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা মডেল থানার (ওসি) আলমগীর কবির, দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিরব, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা থানা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাও আজিজুল রহমান, দামুড়হুদা উপজেলা জামায়েত ইসলামীর নায়েবে আমীর নায়েব আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃকাদের, দামুড়হুদা উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, দামুড়হুদা আঃওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল আলম মিল্টন।

দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুজ্জোহা পলাশ, যুগ্ন আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ, মুন্সিপুর, দর্শনা ও ঠাকুরপুর বিওপি ক্যাম্পের ইনচার্জগণ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, রাষ্ট্র ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। আওয়ামী লীগ সরকারের লোকজন নিজেদের কে উন্নয়ন করতে মরিয়া হয়ে উঠেছিল। ছাত্র জনতার আন্দোলনে তারা জনতার মুখোমুখি না হতে পেরে দেশ ছেড়ে পালিয়েছে।

নেতারা আরো বলেন, বিএনপি একটি বিহত রাজনৈতিক দল। বিএনপি কখনো দেশের ও জনগণের ক্ষতি করে ক্ষমতা চাই না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ ও জনগণের উন্নয়ন করার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনা করতে চাই। এসময় নেতারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কর্মকর্তাদের কে ক্ষমতার সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশ পরিচালনার আহ্বান করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে