মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

মহেশপুর সীমান্তে ৭ কোটি টাকার এলএসডিসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২৮ আগস্ট ২০২৪, ১১:৩৮
ছবি: যায়যায়দিন

ঝিনাইদহের‌ মহেশপুর উপজেলার বিত্তিপাড়া সীমান্তে গোপন সূত্রে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮ বিজিবি'র জওয়ানরা ৭ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকার বিভিন্ন ভারতীয় পন্য উদ্ধার সহ ৩জন চোরাকারবারীকে আটক করেছে।

উদ্ধারকৃত পন্যের মধ্যে রয়েছে ৭ বোতল ভয়ঙ্কর ভারতীয় মাদক এলএসডি, মোবাইল ফোন সেট, জর্জেট শাড়ি, ঔষধ, কসমেটিকস সহ বিভিন্ন ধরনের পন্য সামগ্রী। আজ মঙ্গলবার রাত ১-৩০ টার দিকে এ আটকের ঘটনা ঘটে।

৫৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহিদ জানান, মহেশপুরের কুসুমপুর বিওপির নায়েব সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে টহল দল ৫৮ বিজিবি'র দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১ এস এর নিকটবর্তী বিত্তিপাড়া গ্ৰামের জনৈক আজাদের আমবাগানে এ্যম্বুস গ্ৰহন করে।

এসময় ৩ জন ব্যক্তি উল্লেখিত সময়ে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবি'র টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার সময় বিজিবি'র সদস্যরা এসময় অত্যন্ত বিচক্ষণতার সাথে উক্ত ৩ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

আটক ৩ জন হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্ৰামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ (২৩), নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের জাফর আলীর ছেলে ইমাম হোসেন (৩৯) এবং কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শের আলীর ছেলে মোবারক আলী (২৬)।

আটক ৩ জন চোরাকারবারীকে মাদক বিরোধী আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে