ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে রায়গঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ১৫:৩৮

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে মিছিল নিয়ে  রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও পৌর এলাকা প্রদক্ষিণ করে  এসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘পেতে হলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘ইন্ডিয়া বয়কট, বয়কট বয়কট’, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ভারত নিয়ে আপস নাই’,  স্লোগানে মুখরিত করে তুলে উপজেলা পরিষদ এলাকা।

রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, পরিকল্পিত ভাবে ভারত সরকারের পক্ষ থেকে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর প্লাবিত হয়েছে। যার মধ্যে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। ভারত অসময়ে বাঁধ দিয়ে রাখে। আমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন তারা পানি দেয় না। অসময়ে আমাদের ভাসিয়ে দেয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক শিক্ষার্থী ফয়সাল, শ্রাবণ বলেন, ফেনীতে আমাদের অনেকের মা-বোন বুক সমান পানির ওপর মানবেতর জীবনযাপন করছেন। আমাদের ওপর বছরের পর বছর আগ্রাসন চালানো হয়েছে। আজকের ছাত্রসমাজ কোনো তামাশা মেনে নেবে না। দেশের ছাত্রসমাজকে ফেনীর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

যাযাদি/ এসএম