শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে জামায়াত ইসলামী

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২৪, ১৭:৩১
ছবি : যায়যায়দিন

বরগুনার বেতাগীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিলখোলা গ্রামের অ্যাম্বুলেন্স চালক মো. টিটু হাওলাদার ও সোনার বাংলার করুনা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী মো. লিটন মাতুব্বর'র পরিবারকে ২ লক্ষ করে মোট ৪ লক্ষ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

রবিবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় আছমত আলী কলেজ শিক্ষক মিলনায়তনে আমীরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল নিহত টিটু ও লিটনের পরিবারের কাছে এ অনুদােনর টাকা হস্তান্তর করেন।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা জামায়াতের সেক্রেটারি শায়খ আফজালুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, হোসনাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে