বাউফলে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় কৃষকদল নেতার মতবিনিময়
প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ১৪:৫২
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু।
শনিবার বাউফল পৌরশহরের গোলাবাড়ি এলাকায় লিটুর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর এই প্রথম তিনি বাউফল সফরে আসেন।
সাংবাদিকদের প্রশ্নে মিজানুর রহমান লিটু বলেন, ৫ আগষ্টের পর বিভিন্ন এলাকায় বিশৃংখলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে তার জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। সবাইকে দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাউফল গড়ার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহবায়ক ফয়সাল খান, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব সোহেল আকন ও সদস্য সাইফুল মোল্লা প্রমুখ।
যাযাদি/ এসএম