শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে মন্দিরে হিন্দু পরিবারের আগুন, গ্রেপ্তার ২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৩ আগস্ট ২০২৪, ২০:৩৩
ছবি : যায়যায়দিন

পূর্ব শত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজেদের বাড়ীর মন্দিরে খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় একটি হিন্দু পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করতে থাকে ওই মুক্তিযোদ্ধা তাদের মন্দির পুড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা হয়। সেনাবাহিনী ও পুলিশের অনুসন্ধানে সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত দুইজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আলা উদ্দিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ী থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী অসিত কুমারসহ তার লোকজন। অসিতের বাড়ীতে নিয়ে একটি চেয়ারের সাথে বেধে রেখে বাড়ীর উঠানে থাক পারিবারিক মন্দিরে খড় দিয়ে আগুন লাগায় অসিতের পরিবারের লোকজন। পরে ধর্মীয় উস্কানির লক্ষে প্রচার করা হয় মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মন্দির ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন।

সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহলে থাকা ওয়ারেন্ট অফিসার ছায়েম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌছে মুক্তিযোদ্ধা আলা উদ্দিনকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদে আসল সত্য বের করে।

শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা আলা উদ্দিন বাদী হয়ে ঘটনার সাথে জড়ীত ১৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় এজাহারভুক্ত আসামি বাড়ীর মালিক অসিত রুদ্র পাল (৪০) ও নাদিম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান জানান, বর্তমান সময়ের কথা চিন্তা করে ধর্মীয় উস্কানির লক্ষে এবং প্রতিপক্ষকে ফাসাতে আসামীপক্ষ মন্দির পোড়ানোর মত একটি স্পর্শকাতর অপরাধ করেছে। ঘটনার সাথে জড়ীত সব আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে