কুমিল্লা বার্ডে ২০১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ২০:২৩

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ছবি : যায়যায়দিন

আজ ২১ আগস্ট  বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিম। 

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, উন্নত রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকগণের ভূমিকা সর্বাগ্রে। 

তিনি আরো বলেন, শিক্ষকগণ প্রকৃত মানুষ গড়ার কারিগর। উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের উপপরিচালক জনাব মোঃ আবদুল মান্নান চৌধুরী। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন বার্ডের পরিচালক ড. শেখ মাসুদুর রহমান। এ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বার্ডের যুগ্মপরিচালক জনাব জোনায়েদ রহিম। 

এছাড়া সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে জনাব ফরিদা ইয়াসমিন, উপপরিচালক এবং জনাব মোঃ আমিনুল ইসলাম, সহকারী পরিচালক, বার্ড।

যাযাদি/ এম