বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আয়াতুল্লাহার পরিবারকে চেক তুলে দিলেন উপজেলা প্রশাসন    

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ১৯:৫৬
ছবি : যায়যায়দিন

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সুনামগঞ্জ মধ্যনগরের শহীদ হলেন মো. আয়াতুল্লাহ। শহীদ আয়াতুল্লাহ উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষায় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আয়াতুল্লাহর বাবা মো. সিরাজুল ইসলামের কাছে ১লক্ষ টাকার চেক তুলে দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, মধ্যনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো, আবুল বাশার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো, কামাল হোসেন প্রমুখ।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আয়াতুল্লাহর পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। শহীদ আয়াতুল্লাহ এঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে