নোয়াখালীতে পানিবন্দি মানুষের খাবার বিতরণ

প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০৯:১৩

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি : যায়যায়দিন

নোয়াখালীতে পানিবন্দি অসহায় মানুষদের মাঝে স্থানীয় উদ্যোগে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা সদরের দত্তেরহাট এলাকায় মনির উদ্দিন ফাউডেশন নামে একটি সামাজিক সেবামূলক সংগঠনের  এ উদ্যোগে স্থানীয় লোকজন স্বতস্ফুর্তভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের কেউ খাবার রান্নার কাজে, কেউ রান্না করা খাবার প্যাকেট করার কাজে, কেউবা প্যাকেট করা খাবারগুলো রিকশাভ্যানযোগে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার কাছে সহযোগীতা করছেন।

মনির উদ্দিন ফাউডেশনের সাধারণ সম্পাদক হাজী রফিক উল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে প্রথম দিন সদর উপজেলার পাথরঘাটা, গোপাই,  রামশংকরপুর, বিনোদপুর ও জালিয়ালসহ বিভিন্ন এলাকায় দুই হাজার পানিবন্দি অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়। পানি না নামা পর্যন্ত এখন থেকে প্রতিদিন বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

সন্ধ্যায় পাথরঘাটা এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাবার তুলে দেন নোয়াখালী সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর । তিনি এ ধরণের উদ্যোগের প্রশংসা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান।

এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী আশ্রাফ চৌধুরী বলেন, পুরো নোয়াখালীবাসী এখন পানিবন্দি বলা চলে। বেশিরভাগ মানুষই রান্না করতে না পারায় খাবার কষ্ট করছে। তিনি আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সদর উপজেলার মানুষের কষ্টের চিত্র ধনে। এরপর মনির উদ্দিন ফাউডেশন বিকেল থেকে পানিবন্দি মানুষদের রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। তাদের এ উদ্যোগে স্থানীয় লোকজন সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে।

যাযাদি/ এস