বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বাউফলে বিকাশ এজেন্ট কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ২১:২২
ছবি : যায়যায়দিন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মোবাইল ব্যাংক বিকাশ এজেন্ট কর্মীকে কুপিয়ে ১৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওমালা ও দাশপাড়া ইউনিয়নে সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটককৃতদের বাড়ি বাউফল সদর ইউনিয়নের সোমবাড়িয়া বাজার এলাকায়।

জানা গেছে, মামুন (৩২) ও হিরন (৩০) নামে দুই বিকাশ কর্মী পটুয়াখালী থেকে মটরসাইকেল যোগে বাউফল আসার পথে নওমালা ও দাসপাড়া সীমানা এলাকায় পৌঁছালে ৫ অস্ত্রধারী দুর্বৃত্ত্ব তাদের মটরসাইকেল গতিরোধ রোধ করে। এসময় তাদের কুপিয়ে জখম করে ব্যাগে রাখা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে বাউফল ও দশমিনা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) আটক করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে