আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ১৭:৩৫
নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলার ব্রুজের বাজার মগড়া সেতু থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে ব্রুজের বাজার মগড়া সেতুতে আলোচনা সভায় মিলিত হয়৷
এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুইয়া, যুব দলের সদস্য সচিব নূর আহম্মেদ খান ফরিদ, উপজেলা বিএনপির সদস্য আমির খসরু (স্বপন), উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক মাসুম চৌধুরী, সঞ্চলনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রুপন, সমাপনি বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ
ওয়াহিদুর রহমান খান উজ্জ্বল।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
যাযাদি/ এম