বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

বেতন-ভাতার দাবিতে লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
  ১৯ আগস্ট ২০২৪, ১০:৪৫
ছবি: যায়যায়দিন

ভোলার লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার সকালে পৌরভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ।

মানববন্ধনে তারা দাবি করেন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের স্বৈরচারিতায় এবং বৈষম্যের কারণে ৬১জন কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৭০ মাস পর্যন্ত বেতন-ভাতা বঞ্চিত। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সময় দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের জন্য দাবিও জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করেন; মেয়রসহ কাউন্সিলররা পৌরসভায় অনুপস্থিত থাকার কারণে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে তারা প্রশাসক নিয়োগেরও দাবি জানান।

এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো: নিজাম উদ্দিন, মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা সিরাজউদ্দৌলা নোয়াব, কর আদায়কারী এসএম ফারুকুল ইসলাম, বাজার পরিদর্শক আফসার উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মফিজুর রহমান, উচ্চমান সহকারী মুছাব্বিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে