বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ভোলা
  ১৭ আগস্ট ২০২৪, ২১:২৬
ছবি : যায়যায়দিন

ভোলায় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবীতে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ।

এসময় তারা বলেন, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে কয়েকবার স্থগিত করা হয়েছে। এছাড়াও ২০২৪ ব্যাচের আমাদের এইচএসসি পরীক্ষার্থী অনেক ভাই-বোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ করেছেন।

এদের মধ্যে অনেকে নিহত হয়েছে আবার অনেকে গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। যারা চিকিৎসাধিন রয়েছেন তাদের পক্ষে বর্তমানে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা সম্ভব নয়।

এজন্য বর্তমান অন্তর্বতীকালিন সরকারের কাছে দাবী জানাচ্ছি আমাদের এইচএসসি রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ফলাফল মূল্যায়ন করার জন্য।

এসময় বক্তব্য রাখেন, এইচএসসি পরীক্ষার্থী এ্যানি আক্তার, মো: তালহ, মো: আয়মান, মো: হাসানাইনসহ প্রমূখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে