মৌলভীবাজার জেলার জুড়ী থানায় শনিবার দুপুরে কর্মস্থলে ফিরেছেন ওসি মোঃ মেহেদী হাসান। গত ৫ আগস্ট সোমবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে বিকেলের দিকে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে।
এসময় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করেন। হামলার ভয়ে থানা পুলিশ একপর্যায়ে থানা ছেড়ে আত্মগোপন করে। এরপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরসহ সাধারণ মানুষ অরক্ষিত থানা পাহারা দেন।
এ দিকে, নবাগত আইজিপির নির্দেশনার পরও শুধুমাত্র ওসি ছাড়া জুড়ী থানার পুলিশ সদস্যরা থানায় ফিরেনি। এতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।
জুড়ী থানা কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা সার্জেন্ট তাহের জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী থানার আগ্নেয়াস্ত্রগুলো হেফাজতে নেয়। বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে পুলিশ সদস্যরা থানায় যোগদানের নির্দেশনা ছিল।
কিন্তু রাত পর্যন্ত তারা ফিরেনি। ফলে রাতেই অরক্ষিত থানার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি অন্যান্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সেনাবাহিনী টহল দিচ্ছে।
থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে কর্মস্থলে আসছি। তবে এখন পর্যন্ত অন্য কোন পুলিশ সদস্য কর্মস্থলে ফেরেন নি।
যাযাদি/ এম