রাজাপুরে পূর্ব শক্রতার জেরে ফায়ার সার্ভিস সদস্য’র বাড়িতে হামলা

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৫:০০

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শক্রতার জেরে ফায়ার সার্ভিস সদস্য’র বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

৫ আগস্ট বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালি এলাকায় বীর মুক্তিযোদ্ধা লোকমান মল্লিক ও তার ছেলে ফায়ার সার্ভিস সদস্য পনির মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পনির মল্লিকের মা পারুল বেগম অভিযোগ করে জানায়, পূর্ব শক্রতার জেরে ৫ আগষ্ট বিকেলে একই এলাকার মৃত গনি ফরাজির ছেলে কিসমত ফরাজি(৪৭) ও নুরজামাল ফরাজি(৬০) দলবল নিয়ে আমার এবং আমার ছেলের ঘরে হামলা চালায়। তাদের অর্তকিত হামলা চালিয়ে দুটি টিনের ঘর, একটি পাকা বিল্ডিং, টিওবয়েল, মোটর সাইকেল ভাংচুর করে। এসময় স্বর্ণালঙ্কার, কাপড়, টাকা সহ ট্রাংকে থাকা মালামাল নিয়ে যায় তারা। তাতে বাধা দিতে গেলে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় প্রতিপক্ষরা। এ অবস্থায় আমার স্বামী লোকমান মল্লিক ও ছেলে পনির মল্লিক প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে কিসমত ফরাজি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে জানান,সবাই জানে আমি নিজেই অসুস্থ। এসব করা আমার পক্ষে সম্ভব নয়।ওরা আমাকে ফাঁসাতে এই ভাংচুর নিজেরাই করেছে। এমন ঘটনা আগেও অনেকবার ঘটিয়েছে যা সবাই যানে। আমি এ বিষয়ে কিছুই জানিনা।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

যাযাদি/ এসএম