আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গাবালীতে কাজ করছেন নৌবাহিনী
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১৩:২৪
ছাত্র-জনতার অভুত্থ্যানের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে তার কয়েকদিন আগে থেকেই দেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সারা দেশে। তবে সেই সংকট কাটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।
শনিবার দুপুর ১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার প্রত্যাহিক পেট্রলিং পরিচালনা করেছে নৌবাহিনীর সদস্যরা।
এসময় ছাত্র-জনতা ও সাধারন মানুষের সাথে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: ফিরোজ শিকদার।
পরে রাঙ্গাবালীর দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: ফিরোজ শিকদার সাংবাদিকদের জানান, ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রত্যাহিক পেট্রলিং কার্যক্রমের অংশ হিসেবে আজ চরমোন্তাজ পরিদর্শনে এসেছি। স্থানীয় জনসাধারণ, ব্যাবসায়ী ও ছাত্রদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনেছি। আমরা এখানকার সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের মন্দিরও পরিদর্শন করেছি। সবার সাথে মতবিনিময় করে চরমোন্তাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মনে হয়েছে। সকলের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়তে পারব বলে আশা করি।
এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও কাজ করছে। সংখ্যালঘু ও হিন্দুদের বাসায় যাতে হামলা ভাঙচুর না হয় এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছেন তারা।
রাঙ্গাবালী উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃনজরুল ইসলাম বলেন,চরমোন্তাজ ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। রাতে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়া দেওয়া হচ্ছে। নৌ-বাহিনীও মাঠে রয়েছে। সব মিলিয়ে পরিবেশ শান্ত হয়ে আসছে।
যাযাদি/ এসএম