মোহনগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে : সেলিম কার্ণায়েন

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ১০:৫৪

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেলিম কার্ণায়েন বলেছেন, মোহনগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। 

আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল সম্প্রদায়ের লোকজন ভাই ভাই।  কেউ আমাদের সম্প্রীতি  বিনষ্টের চেষ্টা  করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
৫ আগস্ট  ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পরপর দেশে একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করার চেষ্টা চালায়।

নেত্রকোনার মোহনগঞ্জ এই ধরনের অপরাধ ব্যর্থ করে দিতে দিনে ও রাত জেগে বিএনপির নেতাকর্মীরা সংখালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়া দিয়ে যাচ্ছে। এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কোন ক্ষতি হয়নি। যার ফলে মোহনগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। 

যাযাদি/ এসএম