শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

গোবিন্দগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ১৬:৫৯
ছবি-যায়যায়দিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধির সমন্বয়ে নাশকতা, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিএনপি-জামায়াত পূর্ব পরিকল্পিতভাবে এসব করেছে। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই নাশকতা চালানো হয়েছে।

আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার? বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মেহনতি মানুষের রুটি-রুজি বন্ধের চেষ্টা করছে তারা। যার যার এলাকায় চিহ্নিত নাশকতাকারীদের তালিকা করুন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক শাকিল আলম বুলবুল, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান শামীম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রানী দাস।

অনুষ্ঠানে দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ, শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ চৌধুরী বাবলু, নাকাইহাট ইউপি চেয়ারম্যান খ.ম সাজু, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মন্ডল শিবলু, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান শফিক মাহমুদ গোলাপ, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিফুল ইসলাম, শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হরিরামপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব প্রধান, রাখালবুরুজ, ডিউক চৌধুরী, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান সহ পৌরসভার সকল কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সকল সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে সম্প্রতি দেশে বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের সংঘটিত বিভিন্ন সহিংসতা, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের ভিডিও চিত্র ও জানমালের ক্ষয়ক্ষতি দেখানো হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে