রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  ২৭ জুলাই ২০২৪, ১৩:১৪
ছবি-যায়যায়দিন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত আবদুল মজিদ (২০) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এরআগে গত ১৮ জুলাই চাঁদপুরে আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

মারা যাওয়া আবদুল মজিদের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তবে তিনি চাঁদপুরে একটি গণপরিবহনের সহকারি হিসেবে কাজ করতেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আবদুল মজিদের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, বর্তমানে আবদুল মজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে