ভৈরবে উৎকন্ঠা কাটছে, স্বাভাবিক হচ্ছে জনজীবন

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ১৫:৪৯

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

গত দুই দিন যাবত সকাল ৬টা থেকে সন্ধ্যো ৭টা পর্যন্ত  কারফিউ শিথিল করায় বন্দর নগরী ভৈরবরে সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। নানা শংকা, উদ্বেগ ও উৎকন্ঠা কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে জনজীবন। স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। ট্রেন চলাচল বন্ধ থাকলেও ভৈরব থেকে ছাড়ছে বিভিন্ন রুটের বাস। বাড়ছে সাধারণ মানুষের যাতাযাত।

কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ও পরবর্তী দুর্বৃত্তদের সহিংস কর্মকান্ড রোধে দেশব্যাপীর ন্যায় ভৈরবে কারফিউ জারির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। সেনাবাহিনী সদস্যদের উপস্থিতির কারণে সাধারণ মানুষ উৎকন্ঠা কাটিয়ে নিত্যদিনের কাজ কর্ম সম্পন্ন করতে  ঘর থেকে বের হচ্ছেন। 

এদিকে  ভৈরব বাজারে বিভিন্ন সড়কে প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। তাছাড়া ভৈরব বন্দর থেকে নদী পথে হাওয়র অঞ্চলসহ বিভিন্ন জেলা ও উপজেলায় পন্য পরিবহন করতে দেখা গেছে।

যাযাদি/ এম