রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৪, ১৯:০৬
ছবি-যায়যায়দিন

নেত্রকোণার কলমাকান্দায় বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত উপজেলার গুড়াডুবা ও মহিষাসুড়া হাওড়ে অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকার মূল্যমানের বের জাল আটক করে পুড়িয়ে দিয়েছে। একই সঙ্গে মৎষ্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারা মোতাবেক সুবির চন্দ্র দাস কে (৩৭) কে ১০০ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

ওপরদিকে খারনৈ ইউনিয়নের চিকনমাটিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু ও ভুমি ব্যবস্থাপনা আইনের অধীনে ওমরগাঁও গ্রামের হাবিকুল ইসলাম (৩৫) ও কুরবান আলী কে পাঁচ হাজার টাকা করে জরিমানা পূর্বক নগদ টাকা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন লেঙ্গুরা ইউপি চেয়াম্যান সাইদুর রহমান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে