কলমাকান্দায় ছয় হাজার গাছের চারা বিতরণ 

প্রকাশ | ২৫ জুলাই ২০২৪, ১৪:৩৫

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নেত্রকোণার কলমাকান্দায় নাজিরপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির উদ্যোগে ছয় হাজার বিভিন্ন ফলেজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেশব্যাপী দশ লক্ষ ছাড়া বিতরণ ও রোপন কার্যক্রমের আওতায় নাজিরপুর এপি ছয় হাজার ছাড়া বিতরণ ও রোপন কার্যক্রম সমাপ্ত করেছে। 

এ উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা। 

প্রধান  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান অনিক, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু, প্রধান শিক্ষক লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মোশারফ হোসেন, বালুচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চার্লস নকরেক, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান খান ও এপি প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং, সুরেশ কুমার রায়। 

নাজিরপুর এপির আওতাধীন সুবিধাভোগী বিভিন্ন গ্রুফের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। “করবো ভূমি পূনরুদ্ধান, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্যের আলোকে ওয়ার্ল্ড ভিশন এই মহতি কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য গত ১৮ জুলাই হতে শুরু হওয়া কার্যক্রম ২৫ জুলাই সমাপ্ত হয়েছে। 

যাযাদি/ এস