রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ঘোড়াঘাটে কোটা বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি
  ১৮ জুলাই ২০২৪, ১৯:৩৭
ছবি-যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে মুক্তিযোদ্ধাদের সন্তান পোষ্য ও নাতি- নাতনীদের সরকারি কার্যক্রমে কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সন্তান কমান্ড ও নাতি-নাতনী পোষ্য বৃন্দ।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঘোড়াঘাট - হিলি সড়কের উপজেলা পরিষদের সামনে ১ ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হাসান ভোলা, আব্দুল গনি,মো. সাহাজাহান আলী, আবু সাইদ তরফদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. আজিজুর রহমান, মো.শহিদুল ইসলাম, মো. মনির, আবু বাসার মো. হুমায়ন কবির, আ. রহমান, বীর মুক্তিযোদ্ধার নাতনী, আফসানা মিমি, তাবাসসুম আকতার সহ অনকে।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তান, নাতি- নাতনীরা কোটা বহাল রাখার জোর দাবি জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে