শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১

বাউফলে শিক্ষার্থীদের মিছিলে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের বাধা

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
  ১৮ জুলাই ২০২৪, ১৭:৫৪
ছবি-যায়যায়দিন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালীর বাউফলে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের করে সাধারণ ছাত্র-ছাত্রীরা।

এ সময় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ওই মিছিলে বাঁধা দেয়। তখন তাঁদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই বাঁধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওযার চেষ্টা করে। ফের বাঁধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের হাতাহাতি হয়। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। প্রায় দেড় ঘন্টা পর্যন্ত চলে এই হট্রগোল। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মাঠের মধ্যে বসে পড়ে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে স্লোগান দিতে থাকে। দুপুর পৌনে একটা পর্যন্ত চলে তাঁদের এই কর্মসূচি।

আমরা নই রাজাকার, আমরা চাই অধিকার; আমার ভাইয়ের রক্ত ঝড়ে, আমরা কেনো থাকবো ঘরে? রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে- আরও বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল শিক্ষার্থীরা।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে