শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১

কোটা আন্দোলন : মাদারীপুরে সংঘর্ষে পানিতে ডুবে একজনের মৃত্যু

যাযাদি ডেস্ক
  ১৮ জুলাই ২০২৪, ১৭:৩৬
সংগৃহীত ছবি

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় পালাতে গিয়ে লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে। মাদারীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয়। পরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় পালাতে গিয়ে লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে