শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১

ইনাদুরকানীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝ ঢেউটিন বিতরণ 

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ১৮ জুলাই ২০২৪, ১৭:১০
ছবি-যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

১৮ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী,ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান সেলিম,ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, দিলারা পারভিন প্রমুখ।

উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো,শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাশিদুল হক।গত ২৬/২৭ মে ঘূর্ণিঝড় রেমাল উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অধিকাংশ লোকের ঘরবাড়ি ভেঙ্গে যায়,সরকারি অনুদানের আসায় অনেকেই অপেক্ষা করে প্রায় দুইমাস পরে উপজেলার একশতটি পরিবারকে একবান্ডিল ঢেউটিন ও তিনহাজার টাকার চেক প্রদান করা হয় যাহা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

এর মধে থেকে আজ প্রধান অতিথি জেলা প্রশাসক জাহেদুর রহমান ২৫ জনেক অনুদান প্রাদন করেন বাকিদের পর্যায় ক্রমে দেয়া হবে।

এর আগে জেলা প্রশাসক উপজেলা ভবনের নিচতলায় পেনশনস্কিমের বুথ উদ্বোধন করেন ও এবিষয়ের অবহিত করন সভায় বক্তব্য রাখেন তিন পেনশন স্কিমে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে